শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ফুলবাড়ীতে উন্নয়ন প্রকল্পের আওতায় ১৪৯ জনের মাঝে চেক বিতরণ
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
ফুলবাড়ীতে উন্নয়ন প্রকল্পের আওতায় ১৪৯ জনের মাঝে চেক বিতরণ

ফুলবাড়ীতে উন্নয়ন প্রকল্পের আওতায় ১৪৯ জনের মাঝে চেক বিতরণ

মোঃ হারুন-উর-রশীদ,তাজাখবর২৪.কম,ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ীতে মসজিদ, মন্দির, স্কুল, কলেজসহ ৪৩টি প্রতিষ্টানে সরকারী বরাদ্দকৃত (টিআর) এবং ৭০জন উপকারভোগকারী মোট ১৪৯ জনের মাঝে চেক বিতরন করা হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর অধিনে রংপুর বিভাগ গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায়। ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নের ৭০ জন উপকারভোগীদের মাঝে ২৪ লক্ষ্য ৯৫হাজার ৮শত ৭৯ টাকা। দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় এর অধিনে গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষন (টিআর) প্রকল্পের বরাদ্দকৃত ৪৩ জন প্রকল্প চেয়ারম্যানদের  মাঝে প্রথম পর্যায়ের বরাদ্দ হিসেবে ৯ লক্ষ টাকার চেক পৃথক পৃথকভাবে বিতরন করেন। ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠানের প্রধান অতিথি প্রথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি)।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী’র সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাফিউল ইসলামের সঞ্চালনায় চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান (ফিজার) এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি হায়দার আলী শাহ্,সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব কামরুজ্জামান কামরু ,নির্বাহী প্রকৌশলী স্থানীয় সরকার মন্ত্রনালয় (এল জিইডি) খলিলুর রহমান,বেতদিঘি ইউপি চেয়ারম্যান উপাধক্ষ্য শাহ্ আব্দুল কুদ্দুস প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার এটিএম হামীম আশরাফ,উপজেলা শিক্ষা অফিসার হাসিনা ভুইয়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শহিদুজ্জামান,সমাজ সেবা অফিসার আখতারুজ্জামান সরকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও ৭টি ইউনিয়নের চেয়ারম্যান গন।

অনুষ্ঠান শেষে সমাজকল্যান মন্ত্রনালয় অধিদপ্তর থেকে উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে কন্সার রোগির বরদ্দকৃত সরকারী অনুদানের ৫০হাজার টাকার একটি চেক  রুগির পরিবারের হাতে তুলেদেন প্রথমিক ও গনশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান (ফিজার এমপি)।


তাজাখবর২৪.কম: ঢাকা বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি ২০১৮, ২৬ মাঘ ১৪২৪

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝