বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের উদ্যোগে মাদক-সন্ত্রাস প্রতিরোধে পুলিশ সদস্যকে সম্মাননা
প্রকাশ: বুধবার, ১৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের উদ্যোগে মাদক-সন্ত্রাস প্রতিরোধে পুলিশ সদস্যকে সম্মাননা

নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের উদ্যোগে মাদক-সন্ত্রাস প্রতিরোধে পুলিশ সদস্যকে সম্মাননা

আব্দুল্লাহ আল মামুন,তাজাখবর২৪.কম,নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের উদ্দ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও যৌন হয়রানী প্রতিরোধে আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভার আয়োজনকরা হয়। ১৫ জনুয়ারী সোমবার বিকাল ৪টায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গনে মনোরম পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটুর সভাপতিত্বে  সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় মানব কল্যান পরিষদের চেয়ারম্যান এমএ মান্নান ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারি পরিচালক বিপ্লব কুমার মোদক, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আকরাম আলী শাহিন, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন, পরিদর্শক অপারেশন মজিবুর রহমান, রূপগঞ্জ ভোলাব তদন্ত কেন্দ্রের পরিদর্শক সেলিম মিয়া, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক, দৈনিক ইয়াদের সম্পাদক তোফাজ্জল হোসেন, দৈনিক বিজয়ের সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়াত আলম সানী, তোলারাম কলেজের ছাত্রলীগ সভাপতি রিয়াদ।
নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক অগ্রবানী প্রতিদিনের সহকারি সম্পাদক উত্তম সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান কাউসার, সহ সাংগঠনিক সম্পাদক হাসান মজুমদার বাবলু, অর্থ বিষয়ক সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, দপ্তর সম্পাদক মাসুদ রানা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম আরজু, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের প্রচার সম্পাদক শাহাদাৎ হোসেন ভূঁইয়া,কার্যকরী সদস্য জহিরুল ইসলাম মোল্লা সাগর, মিজানুর রহমান, রবিউল ইসলাম, জুয়েল আলী, রনি, তৌকির আহমেদ রাসেল, সুলতান মাহমুদ ও আক্তার হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। আর এই বিবেক দিয়ে দেশ ও জাতির কল্যাণে তারা কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। এত সুন্দর অনুষ্ঠান ইতিপূর্বে কেউ করেনি। রাজনীতিবিদ ভাইয়েরা মাদক প্রতিরোধে অনেক সুন্দর সুন্দর কথা বললেন। তাদের বলছি শুধু মুখে বললে চলবে না কাজে প্রমান করতে হবে। নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব আমার সহকর্মীদের সম্মাননা দিয়েছেন। এ জন্য আমি ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানাই। আমরা সাংবাদিকদের সম্মাননা পেয়ে আরও ভাল কাজ করতে উদ্বুদ্ধ হবো। পাশাপাশি যারা সম্মাননা পেয়েছেন তারা আরো বেশী-বেশী কাজ করবেন বলে আমি মনে করি।
মাদক-সন্ত্রাস,জঙ্গীবাদ ও যৌন হয়রানী প্রতিরোধে বিশেষ অবদান রাখায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের ৫ সদস্যকে অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) শরফুদ্দিন আহমেদ, সহকারি পুলিশ সুপার (খ সার্কেল) আব্দুল্লাহ আল মাসুদ, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন, পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান ও রূপগঞ্জ বেলাব তদন্ত কেন্দ্রের পরিদর্শক সেলিম মিয়া।



তাজাখবর২৪.কম: ঢাকা বুধবার ১৭ জানুয়ারি ২০১৮, ৪ মাঘ ১৪২৪

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝