শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

শাহজালালে ১১ কেজি স্বর্ণসহ জাপানি নাগরিক আটক
প্রকাশ: শনিবার, ১৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
শাহজালালে ১১ কেজি স্বর্ণসহ জাপানি নাগরিক আটক-ফাইল ফটো-

শাহজালালে ১১ কেজি স্বর্ণসহ জাপানি নাগরিক আটক-ফাইল ফটো-

তাজাখবর২৪.কম,ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৩ জানুয়ারি শনিবার ভোরে সাড়ে ৫ কোটি টাকা মূল্যের ১১ কেজি স্বর্ণসহ এক জাপানি নাগরিককে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। ১২ জানুয়ারি শুক্রবার দিবাগত রাতে রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসা ওই জাপানি নাগরিকের কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
 
আটক যাত্রীর নাম ক্যান্জু শিবাতা। কাস্টমস কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত একটা ১০ মিনিটে গ্রিন চ্যানেলে ওই যাত্রীকে চ্যালেঞ্জ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণ থাকার কথা তিনি অস্বীকার করেন। পরে স্ক্যান এবং দেহ তল্লাশি করে তার শরীরের বিভিন্ন স্থান থেকে এক কেজি ওজনের মোট ১১টি বার উদ্ধার করা হয়।
 
তাজাখবর২৪.কম: ঢাকা শনিবার ১৩ জানুয়ারি ২০১৮, ৩০ পৌষ ১৪২৪

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝