বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

পাবনায় শীতে ৬ জনের মৃত্যু
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
পাবনায় শীতে ৬ জনের মৃত্যু

পাবনায় শীতে ৬ জনের মৃত্যু

কাজী বাবলা,তাজাখবর২৪.কম,পাবনা: হাড় কাঁপানো তীব্র শীত ও হিমেল বাতাসে পাবনার সর্বত্র জনজীবন স্থবির হয়ে পড়েছে। স্বরণকালের সর্বনিন্ম তাপমাত্রায় ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৮ জানুয়ারি সোমবার পাবনা জেলায় ৫.৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সৃর্ষের আলোর দেখা মেলেনি সোমবার বিকাল পর্যন্ত। ঘোন কুয়াশা ও হিমেল বাতাসে মানুষের পাশাপাশি পশু পাখিও কাহিল হয়ে পড়েছে। কুয়াশার কারণে যানবাহন চলাচলও কমে গেছে।
সোমবার পাবনা জেলায় তাপমাত্রা ছিল ৫.৩ ডিগ্রী সেলসিয়াস। জেলার ঈশ্বরদী আবহাওয়া অধিদপ্তরের টিপিও আব্দুল খালেক সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
পাবনা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের রেজিষ্টার সুত্রে জানা গেছে, ২৪ ঘন্টায় ডায়রিয়া ও ঠান্ডাজনিত অ্যাজমা রোগে আক্রান্ত নারী-পুরুষ সহ ৬ জনের মৃত্যু হয়েছে। এরা হলেন, পাবনা সদর থানার দ্বীপচর গ্রামের লোকমান প্রামানিক, আতাইকুলা থানার ভুলবাড়িয়া গ্রামের আবু বকর প্রামানিক, বনগ্রামের মোছ: খোরশেদা খাতুন ও মনসুর আলী, সুজানগর থানা পাড়ার আলহাজ্ব আছির উদ্দিন ও আটঘরিয়া থানার পারখিদিরপুর গ্রামের আব্দুল কাদের প্রাং। এছাড়া ঠান্ডাজনিত রোগে ৭৪ জন রোগিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের শিশু ও বৃদ্ধ নারী-পুরুষই বেশী।

তাজাখবর২৪.কম: ঢাকা সোমবার ৮ জানুয়ারি ২০১৮, ২৫ পৌষ ১৪২৪

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝