শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ঢাবি উপাচার্যের সঙ্গে কোরিয়ার দুই অধ্যাপকের সাক্ষাৎ
প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
ঢাবি উপাচার্যের সঙ্গে কোরিয়ার দুই অধ্যাপকের সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সঙ্গে কোরিয়ার দুই অধ্যাপকের সাক্ষাৎ

তাজাখবর২৪.কম, ঢাকা: দক্ষিণ কোরিয়ার কিয়ংসাং ইউনিভার্সিটির মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ঝিন-উ আন এবং অধ্যাপক ড. লি ডং হি  ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। ১১ ডিসেম্বর সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক লাফিফা জামাল সহ কয়েকজন প্রভাষক উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কিয়ংসাং ইউনিভার্সিটির মধ্যে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে নব প্রতিষ্ঠিত রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের উন্নয়নে কোরিয়ার অধ্যাপকদের সহযোগিতা চান। কোরিয়ার অধ্যাপকগণ এ বিষয়ে সম্ভাব্য সকল সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন। বৈঠককালে তারা বিভাগের আধুনিকায়নে শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।


তাজাখবর২৪.কম: ঢাকা সোমবার ১১ ডিসেম্বর ২০১৭,২৭ অগ্রাহায়ণ ১৪২৪

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝