মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪

কংগ্রেসের সভাপতি হিসেবে রাহুল গান্ধীর নাম ঘোষণা আজ
প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
 কংগ্রেসের সভাপতি হিসেবে রাহুল গান্ধীর নাম ঘোষণা আজ, রাহুল গান্ধী আগামী শনিবার (১৬ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন। ছবি: রয়টার্স

কংগ্রেসের সভাপতি হিসেবে রাহুল গান্ধীর নাম ঘোষণা আজ, রাহুল গান্ধী আগামী শনিবার (১৬ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন। ছবি: রয়টার্স

তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে রাহুল গান্ধীর নাম ঘোষণা করা হচ্ছে।
১১ ডিসেম্বর সোমবার সভাপতি পদের মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হওয়ার পর একমাত্র প্রার্থী রাহুলকে নির্বাচিত ঘোষণা করবে কংগ্রেসের নির্বাচক কমিটি, খবর এনডিটিভি, আনন্দবাজার পত্রিকার।
রাহুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন, সোমবার সন্ধ্যার মধ্যেই এমন ঘোষণা আসবে বলে ধারণা ভারতীয় গণমাধ্যমের। তবে গুজরাটের বিধানসভার নির্বাচন নিয়ে ব্যস্ত রাহুল এ দিনই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করছেন না। গুজরাটের ভোটপর্ব শেষ হওয়ার আরো দুই দিন পর আগামী শনিবার (১৬ ডিসেম্বর) রাহুল আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের দায়িত্ব গ্রহণ করবেন বলে কংগ্রেস সূত্রের বরাতে জানিয়েছে আনন্দবাজার।

ওই দিন টানা ১৯ বছর কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করা সোনিয়া গান্ধী পুত্র রাহুলের হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে বিদায় নিবেন। এর মাধ্যমে ভারতীয় কংগ্রেসের নেতৃত্ব এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে হস্তান্তরিত হবে।

২০১৩ সালের জানুয়ারিতে রাহুল গান্ধীকে কংগ্রেসের সহসভাপতি করা হয়। তারপর থেকে তিনি দলের দ্বিতীয় প্রধান নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

শারীরিক অসুস্থতার কারণে কংগ্রেসের বর্তমান সভাপতি ৭০ বছর বয়সী সোনিয়া আর আগের মতো দায়িত্বপালন করতে পারছিলেন না। এ কারণে কংগ্রেসের সভাপতি পদে পরিবর্তন অনেকটা অনুমিত ছিল।

দলীয় সভাপতির পদ থেকে সরে গেলেও কংগ্রেসের পার্লামেন্ট দলীয় প্রধান হিসেবে দায়িত্বপালন করে যাবেন সোনিয়া।

তাজাখবর২৪.কম: ঢাকা সোমবার ১১ ডিসেম্বর ২০১৭,২৭ অগ্রাহায়ণ ১৪২৪

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝