শুক্রবার ২৯ মার্চ ২০২৪

সিরাজগঞ্জে বাল্যবিয়ে নিরোধে উদ্বুদ্ধকরণ ও দক্ষতা বিষয়ক কর্মশালা
প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
সিরাজগঞ্জে বাল্যবিয়ে নিরোধে উদ্বুদ্ধকরণ ও দক্ষতা বিষয়ক কর্মশালা

সিরাজগঞ্জে বাল্যবিয়ে নিরোধে উদ্বুদ্ধকরণ ও দক্ষতা বিষয়ক কর্মশালা

মোঃ আব্দুর রহমান,তাজাখবর২৪.কম, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে বাল্যবিয়ে নিরোধে তৃণমূল পর্যায়ের সচেতনতা বাড়াতে উদ্বুদ্ধকরণ ও  দক্ষতা উন্নয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর সোমবার সকালে অফিসার্স ক্লাবে বাংলাদেশ জাতীয় সংসদ ও ইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন (আইপিইউ)’র আয়োজনে জেলা প্রশাসন সিরাজগঞ্জের সার্বিক সহযোগিতায় অতিরিক্ত সচিব এওয়াইএম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে আয়োজিত কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দেন, সিরাজগঞ্জ সদর আসনের জাতীয় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইন্টার পার্লামেন্টারী ইউনিয়নের স্বাস্থ্যবিষয়ক কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, সংরক্ষিত সংসদ সদস্য ৩০৬ সেলিনা বেগম স্বপ্না, সংসদ সদস্য ম ম আমজাদ হোসেন মিলন, পুলিশ সুপার মোঃ মিরাজ উদ্দিন প্রমুখ।
এই কর্মশালা অনুষ্ঠানে বাল্যবিয়ে নিরোধে ও জনসচেতনতা বাড়াতে ও উদ্বুদ্ধকরণ ও দক্ষতা উন্নয়নবিষয়ক ভিডিও প্রেজেন্টেশন করেন যুগ্ম সচিব মোস্তফা গাউসুল হক, শিক্ষক ডাক্তার বায়জিত খুরশিদ রিয়াজ ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উপসচিব আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান।
অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সহসভাপতি এ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, এ্যাডভোকেট বিমল কুমার দাস, মোস্তফা কামাল খান, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, এ্যাডভোকেট রজব আলী সরকার, এ্যাডভোকেট কামরুল হাসান লিটন, বেলকুচি পৌর মেয়র আশানুর বিশ্বাস, উল্লাপাড়া পৌর মেয়র এ্যাডভোকেট মারুফ বিন হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ইরতিজা আহসান, কামরুল হাসান, জেলা রেজিস্ট্রারার মোঃ জসিম উদ্দিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাডভোকেট শামীমা ইয়াসমিন রিমাসহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, পৌর মেয়র, ইউপি চেয়ায়ারম্যান, ইউপি সচিব, নিকাহ রেজিস্টার এবং জেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও স্থানীয় সরকার বিভাগের নির্বাচিত জনপ্রতিনিধিরা কর্মশালা অনুষ্ঠানে অংশ নেন।

তাজাখবর২৪.কম: ঢাকা মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০১৭, ২০ অগ্রাহায়ণ ১৪২৪
ফাইল ফটো-

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝