শুক্রবার ২৯ মার্চ ২০২৪

৪ ডিসেম্বর ঝিনাইগাতী মুক্ত দিবস
প্রকাশ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
৪ ডিসেম্বর ঝিনাইগাতী মুক্ত দিবস

৪ ডিসেম্বর ঝিনাইগাতী মুক্ত দিবস

মুহাম্মদ আবু হেলাল,তাজাখবর২৪.কম,ঝিনাইগাতী: ৪ ডিসেম্বর শেরপুরের “ঝিনাইগাতী” মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক-হানাদার বাহিনীকে পরাজিত করে মিত্র বাহিনীর সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধারা ঝিনাইগাতী অঞ্চলকে শক্রমুক্ত করে। এদিবসটি পালন উপলক্ষে দিন ব্যাপী ব্যাপক কর্মসূচী নেয়া হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বাধীনতার ঘোষনার টেলিগ্রাম বার্তা ২৬ মার্চ রাত ৩টা ৪৫মিনিটে এসে পৌছায় ঝিনাইগাতী ভিএইচএফ ওয়ারলেস অফিসে। পরদিন স্থানীয় নেতা বর্তমানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির আব্দুল মান্নান মাষ্টার বার্তাটি পৌছে দেন শেরপুর সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দের হাতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ১৯৭১সনের ২৭মার্চ সকালে শেরপুর সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দের নেতৃত্বে দেশকে শক্রমুক্ত করাসহ পাক হানাদার বাহিনীকে প্রতিরোধ করার জন্যে পরিকল্পনা গ্রহন করা হয় । শুরু হলো প্রতিরোধ সংগ্রাম। যুদ্ধের প্রস্তুতি হিসাবে ঝিনাইগাতীর রাংটিয়া কুন্তি পাতার ক্যাম্পে বাঙ্গালী যুবকদের প্রশিক্ষন শিবির খোলা হয়। প্রশিক্ষন শেষে এসব স্বেচ্ছাসেবক, মুজিব বাহিনী ও ইপিআর সৈনিকদের নিয়ে ঝিনাইগাতীর নকশী ইপিআর ক্যাম্পের সুবেদার আঃ হাকিম প্রথমে মধুপুরে প্রতিরোধ গড়ে তোলেন। কিন্তু হানাদার বাহিনীর ভারী অস্ত্রের সাথে টিকতে না পেরে অবশেষে ২৬এপ্রিল ভারতে আশ্রয় নেন। ২৩আগষ্ট মুক্তিযোদ্ধারা ব্যাপক আক্রমণ চালিয়ে তাওয়াকুচা পাক বাহিনীর ক্যাম্প দখল করে এবং মুক্ত তাওয়াকুচায় প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। ৩আগষ্ট নকশী পাকিস্থানী ক্যাম্প আক্রমণ করে মুক্তিযোদ্ধারা। এ সম্মুখ যুদ্ধে পাক বাহিনীর ৩৫জন সৈন্য নিহত হয়। ২৭নভেস্বর কমান্ডার জাফর ইকবালের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ঝিনাইগাতী বাজারের রাজাকার ক্যাম্প দখল করে ৮রাইফেলসহ ৮রাজাকারকে ধরে নিয়ে যায়। এভাবে মুক্তিযোদ্ধাদের উপুর্যুপরি আক্রমণে হানাদার বাহিনী দিশেহারা হয়ে পড়ে। অবশেষে কামালপুর দুর্গ পতনের আগাম সংবাদ পেয়ে ৩ডিসেম্বর রাত আনুমানিক দেড়টায় ঝিনাইগাতীর শালচুড়া ক্যাম্পের পাকিস্থানী বাহিনী পিছু হটে । এর পর আহাম্মদনগর পাকিস্থাানী হেড কোয়ার্টারের সৈনিকদের সঙ্গে নিয়ে রাতেই মোল্লাপাড়া ক্যাম্প গুটিয়ে শেরপুর শহরে আশ্রয় নেয়। এভাবে রাতের আধাঁরে বিনা যুদ্ধে ঝিনাইগাতী শক্রমুক্ত হয়। ৪ডিসেম্বর ভোরে বীর মুক্তিযোদ্ধারা মুক্ত ঝিনাইগাতীতে প্রবেশ করে প্রথম স্বাধীন বাংলার পতাকা উড়ায়। তাই প্রতি বছর ৪ডিসেম্বর ঝিনাইগাতী মুক্ত দিবস উপলক্ষ্যে নানান কর্ম সূচীর মাধ্যমে দিবসটি পালন করেন ঝিনাইগাতী মুক্ত দিবস উদযাপন কমিটি ।


তাজাখবর২৪.কম: ঢাকা সোমবার ০৪ ডিসেম্বর ২০১৭, ২০ অগ্রাহায়ণ ১৪২৪

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝