শুক্রবার ২৯ মার্চ ২০২৪

কেন্দুয়ায় বঙ্গবন্ধুর ভাষনের স্বীকৃতি মর্যাদার আনন্দ র‌্যালী
প্রকাশ: শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
কেন্দুয়ায় বঙ্গবন্ধুর ভাষনের স্বীকৃতি মর্যাদার আনন্দ র‌্যালী -ফাইল ফটো-

কেন্দুয়ায় বঙ্গবন্ধুর ভাষনের স্বীকৃতি মর্যাদার আনন্দ র‌্যালী -ফাইল ফটো-

রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া: বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষনের ইউনেস্কোর প্রামান্য দলিলের স্বীকৃতির প্রেক্ষিতে ২৫ নভেম্বর শনিবার নেত্রকোণার কেন্দুয়া উপজেলার প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সকাল সাড়ে ৯টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্রো বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পন শেষে কেন্দুয়া পৌর মেয়র আসাদুল হক ভূঞার নেতৃত্বে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন, স্থানীয় সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, উপজেলা আ’লীগ সভাপতি নূরুল ইসলাম, সম্পাদক জাহাঙ্গীর চৌধূরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজী, জেলা পরিষদ সদস্য আল আমীন ভূঞা, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বজলুর রহমান, আ’লীগ নেতা এডভোকেট আঃ কাদির ভূঞা, সাবেক পৌর সভাপতি শাহজাহান তালুকদার, পৌর আ’লীগ সভাপতি কামরুল হাসান ভূঞা, সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল, শিল্পপতি মনিরুজ্জামান ভূঞা শামীম, সার্কেল এসপি সোহান সরকার, ওসি সিরাজুল ইসলাম, সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহন করে। পরে উপজেলা পরিষদের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট সাইদুর রহমান মানিকসহ উত্তর কেন্দুয়ার লোকজন অংশগ্রহন করেন।

তাজাখবর২৪.কম: ঢাকা শনিবার ২৫ নভেম্বর ২০১৭, ১১ অগ্রাহণ ১৪২৪

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝