শুক্রবার ২৯ মার্চ ২০২৪

মুকসুদপুরে ধানি জমি কেটে বালু উত্তোলন, লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রভাবশালী মহল
প্রকাশ: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
মুকসুদপুরে ধানি জমি কেটে বালু উত্তোলন, লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রভাবশালী মহল

মুকসুদপুরে ধানি জমি কেটে বালু উত্তোলন, লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রভাবশালী মহল

এম শিমুল খান,তাজাখবর২৪.কম,গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার পশারগাতি গ্রামের মধ্যপাড়ায় ধানি জমি কেটে বালু উত্তোলন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এলাকার প্রভাবশালী একটি মহল। এ নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো প্রতিকার পাচ্ছে না ক্ষতিগ্রস্থ কৃষকেরা।
সরোজমীন অনুসন্ধানে জানা যায়, পশারগাতি গ্রামের মধ্যপাড়ায় এক ইউপি সদস্যের ভাই নিজস্ব ৬২ শতক জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে বিভিন্ন জনের কাছে বিক্রি করে আসছে। এক পর্যায়ে পার্শ্ববর্তী ধানি জমি ধ্বসে পড়তে শুরু করলে কৃষকরা আতঙ্ক গ্রস্থ হয়ে পড়ে। এতে ক্ষতিগ্রস্থ কৃষক আকবার শেখ, আলতাব খান, মোকছেদ মোল্লা, হাাফিজুর রহমান বালু উত্তোলনে বাধা প্রদান করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে উঠে এবং কৃষকদের জমির টাকা অথবা জমির বদলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। উপায়ন্ত না দেখে কৃষকরা ধানি জমি হারানোর শঙ্কায় ওই প্রভাবশালী ভূমিদস্যুদের বালু কাটা বন্ধের জন্য জেলা প্রশাসক গোপালগঞ্জ বরাবর আবেদন করে। কিন্তু এ পর্যন্ত কোন প্রতিকার না পেয়ে জমি হারানোর ভয়ে বর্তমানে শঙ্কিত হয়ে পড়েছে ভুক্তভোগী কৃষকরা।
ভুক্তভোগী কৃষক মোকছেদ মোল্লা জানান, আমার ১৬ শতাংশ জমি ভেঙে গেছে। এ ব্যাপারে প্রশাসনের বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো ফল পাইনি। এমনি অভিযোগ করেছেন আরো কয়েকজন কৃষক।
মুকসুদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: আক্তারুজ্জামান শাহিন জানান, আমার কাছে এ ধরনের কোনো নির্দেশনা বা অভিযোগ আসেনি। আসলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

তাজাখবর২৪.কম: ঢাকা মঙ্গলবার ১৪ নভেম্বর ২০১৭, ৩০ কার্তিক ১৪২৪

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝