শুক্রবার ২৯ মার্চ ২০২৪

সিংড়া আদিবাসী পল্লীতে শতভাগ স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা
প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
সিংড়া আদিবাসী পল্লীতে শতভাগ স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা

সিংড়া আদিবাসী পল্লীতে শতভাগ স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা

মোঃ আবেদ আলী,তাজাখবর২৪.কম,বীরগঞ্জ (দিনাজপুর): “স্বাস্থ্যই সকল সুখের মুল” এ কথা উল্লেখ করে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, অতীতে স্যানিটেশন ব্যবস্থা বলতে কিছুই ছিলনা। বাংলাদেশে একসময় শতকরা ৯০ ভাগ লোক উন্মুক্ত স্থানে মল ত্যাগ করতো। তখন কলেরা, ডায়রিয়া সহ নানা ধরণের রোগ মহামারী আকারে দেখা দিত। সরকারের আন্তরিক প্রচেষ্টায় উন্মুক্ত স্থানে মলত্যাগ এখন শতকরা ১ ভাগেরও কম। আর শতভাগ স্বাস্থ্যকর স্যানিটেশন নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই শতভাগ টেকসই স্যানিটেশন নিশ্চিতে জনসচেতনতা ও জনমত তৈরিতে সকলকে এগিয়ে আসতে হবে।

৩০ অক্টোবর সোমবার বীরগঞ্জ উপজেলার আশা-বীরগঞ্জ অঞ্চল শাখার আয়োজনে ৮নং ভোগনগর ইউনিয়নে সিংড়া আদিবাসী পল্লীতে স্বাস্থ্য সম্মত পায়খানা উম্মুক্ত করন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আশার ডিস্ট্রিষ্ট মো. গিয়াস উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো. নুর ইসলাম নুর ও বীরগঞ্জ থানার ওসি আবু আক্কাস আহম্মেদ। অনুষ্ঠানটির পরিচালনা করেন আশা কবিরাজ হাট ব্রাঞ্চ ম্যানেজার মো. আব্দুল কাফী।

এদিকে বীরগঞ্জ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় তিনি বলেন, শেখ হাসিনা দৃঢ় মনোবল নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এজন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। এর কোন বিকল্প নেই। তিনি আরো বলেন, আগামী নির্বাচনকে ঘিরে বিএনপির জোট নানা ষড়যন্ত্র ও চক্রান্ত করবে। বিএনপি ক্ষমতায় গে
সিংড়া আদিবাসী পল্লীতে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা-ফাইল ফটো-

সিংড়া আদিবাসী পল্লীতে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা-ফাইল ফটো-

লে এদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন মুছে ফেলবে। দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। হাওয়া ভবন পূণঃপ্রতিষ্ঠা করে দেশের সম্পদ লুটপাট করবে। আর আওয়ামী লীগ মানেই উন্নয়ন। এই উন্নয়ন ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই।

৭নং মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে কর্মী সমাবেশে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো. নুর ইসলাম নুর, ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য গোপাল দেব শর্মা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম আলম ফিরোজ, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মোশারফ হোসেন বাবুল, ৯নং সাতোর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. রেজাউল করিম শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক দিপঙ্কর রায় বাপ্পি, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য পরিমল রায়, আওয়ামী লীগের নেতা আবু হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডে সভাপতি, সাধারন সম্পাদক ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।



তাজাখবর২৪.কম: ঢাকা বুধবার ০১ নভেম্বর ২০১৭, ১৭ কার্তিক ১৪২৪

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝