শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

নদীর তলদেশ থেকে ২৪ ঘণ্টা পর জীবিত উদ্ধার
প্রকাশ: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
নদীর তলদেশ থেকে ২৪ ঘণ্টা পর জীবিত উদ্ধার

নদীর তলদেশ থেকে ২৪ ঘণ্টা পর জীবিত উদ্ধার

তাজাখবর২৪.কম,নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে নদীর তলদেশ থেকে ২৪ ঘণ্টা পর একজনেকে জীবিত উদ্ধার করেছে। শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া একটি বাল্কহেডের ভেতর থেকে ২৪ ঘণ্টারও বেশি সময় পর এক ইঞ্জিন সহকারীকে জীবিত উদ্ধার করেছেন ডুবুরিরা।
নারায়ণগঞ্জ নৌ পুলিশের পরিদর্শক আবু তাহের জানান, ১২ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে সোহাগ হাওলাদারকে (৩৫) উদ্ধার করা হয়। পরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন সুস্থ আছেন বলে চিকিৎসক জানিয়েছেন।  

পরিদর্শক তাহের জানান, বুধবার দুপুরে বন্দর উপজেলার ২ নম্বর ঢাকেশ্বরী সোনাচড়া এলাকায় বিআইডব্লিউটিসির ডকইয়ার্ডের সামনে ডুবে যাওয়া যশোর ফেরির সঙ্গে ধাক্কা লেগে ‘এমভি মুছাপুর’ নামের বালুবোঝাই বাল্কহেডটি ডুবে যায়।

এ সময় বাল্কহেডের চালকসহ অন্যান্য লোকজন সাঁতরে তীরে উঠতে পারলেও বাল্কহেডের ইঞ্জিন রুমে থাকা গিজারম্যান সোহাগ আটকা পড়ে পানির নীচে তলিয়ে যান।

তাহের জানান, বুধবার বিকাল থেকে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ এর ডুবুরি দল সোহাগ হওলাদারকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। সন্ধ্যা ৭টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত করে। পরে বেসরকারি ডুবুরি দলকে উদ্ধার তৎপরতার জন্য নিয়োগ করা হয়।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বেসরকারি ডুবুরি দলের সদস্য জাহাঙ্গীর আলম সিকদার বাল্কহেডের ভেতর থেকে জীবিত অবস্থায় সোহাগ হাওলাদারকে উদ্ধার করে নিয়ে আসেন।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজনীন সুলতানা বলেন, তার রুমে পানি প্রবেশ না করায় এবং রুমে অক্সজেন থাকায় তিনি বেঁচে গেছেন। বর্তমানে সুস্থ আছেন। তবে ভয়ে পেয়েছেন।

উদ্ধার হওয়া সোহাগ বলেন, আমি ডুবে যাবার পর থেকেই ইঞ্জিন রুমে আটকা পড়ি। আমি সেখানে শুধুই আল্লাহর নাম জপছিলাম। সারারাত আল্লাহর নাম নিয়েছি। বিকালের দিকে আমার জ্ঞান যায় যায় অবস্থা- এমন সময় আমাকে উদ্ধার করেন ডুবুরিরা।
তাজাখবর২৪.কম: ঢাকা শুক্রবার ১৩ অক্টোবর ২০১৭, ২৮ আর্শ্বিন ১৪২৪

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝