শুক্রবার ২৯ মার্চ ২০২৪

৮১ ঘন্টা পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি নিখোঁজ যুবক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
৮১ ঘন্টা পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি নিখোঁজ যুবক-ফাইল ফটো-

৮১ ঘন্টা পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি নিখোঁজ যুবক-ফাইল ফটো-

তাজাখবর২৪.কম, কক্সবাজার: কক্সবাজার সদর ঈদগাঁও ও রামুর ঈদগড় বড়ছড়া নদীতে শখের বশে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হওয়া যুবক বেলাল উদ্দীন উদ্ধার হয়নি। এ নিয়ে এলাকাবাসী ও স্বজনদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে। দমকল বাহিনী ও ডুবুরী দলের রূদ্ধশ^াস অভিযানেও উদ্ধার না হওয়ায় চরম উদ্বেগ আর উৎকন্ঠা বিরাজ করছে পরিবারের মাঝে। নিখোঁজ যুবক দক্ষিণ শিয়াপাড়ার আবদুল আজিজের পুত্র বেলাল উদ্দীন (২৬) সরেজমিন স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে নিখোঁজ বেলাল শখের বশে ফুলেশ^রী নদীতে মাছ শিকার করতে যায়। এসময় ফরেষ্ট অফিসের পিছনে কাছারীর কুম নামক স্থানে জাল পাতলে আটকে যায়। সে ঐ কুমে নেমে আটকানো জাল টেনে তুলতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। তার সাথে থাকা অপরাপর ব্যক্তিরা তাৎক্ষনিক ঘটনাস্থলে সন্ধান চালালেও পায়নি। কক্সবাজার ও চকরিয়া থেকে দমকল বাহিনীর ২টি টীম ঘটনাস্থলে সন্ধান চালায়। তারাও ব্যর্থ হয়ে চট্টগ্রাম থেকে ডুবুরী দলের ৪ সদস্যকে আনা হয়। তারাও ৮ ঘন্টা সন্ধান চালায়। শেষ পর্যন্ত না পেয়ে ফেরত যায় ডুবুরী দল। এদিকে ৮১ ঘন্টা পেরিয়ে গেলেও উদ্ধার না হওয়ায় ঘটনাস্থলটি দেখতে উৎসুক জনতা ভিড় জমাচ্ছে। স্থানীয়দের ভাষায় ডালি নেওয়ার প্রচার হলেও মূলত কেউ বলতে পারছে না নিখোঁজ যুবক বেলাল কোথায় রয়েছে। আবদুল গফুর, ফয়সালসহ অনেকেই জানান আদৌ কি সে ঘটনাস্থলে কূমে আটকে আছে নাকি ভেসে গেছে এ নিয়ে চরম বেকায়দায় পড়ছে উদ্ধারকারীরা। এদিকে খবর পেয়ে কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাবেক ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি নিখোঁজ যুবক বেলালের পরিবারকে সহানুভূতি জানান। চকরিয়া ফায়ার সার্ভিসের সাব অফিসার আবদুল মালেক জানান, তাদের ২টিদলসহ ডুবুরী দলের সদস্যরা রুদ্ধশ^াস উদ্ধার অভিযান চালিয়েও কোন সন্ধান না পাওয়ার বিষয়টি স্বীকার করেন।


তাজাখবর২৪.কম,ঢাকা বৃহস্পতিবার ৫ অক্টোবর ২০১৭ ,২০ আশ্বিন ১৪২৪

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝