শুক্রবার ২৯ মার্চ ২০২৪

হাট বাজার উচ্ছেদের জন্য আবেদন
প্রকাশ: রোববার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
হাট বাজার উচ্ছেদের জন্য আবেদন

হাট বাজার উচ্ছেদের জন্য আবেদন

মোঃ আব্দুর রহমান, তাজাখবর২৪.কম, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ১৩ নম্বর সলপ ইউনিয়নের নলসোন্দা গ্রামের স্থায়ী বাসিন্দারা অভিযোগ জানিয়েছেন নলসোন্দা হাইস্কুল মাঠে বেশ কিছুদিন ধরে কিছু লোকজনেরা হাটবাজার বসিয়েছে। স্থানীয় হাটবাজারের আশেপাশে অবস্থানরত নিজেদের ছেলেমেয়ে ও  স্কুলশিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে লেখাপড়া করে আসছে। কিন্তু হাটবাজারের লোকজনদের চরম বিশৃঙ্খলা আর হট্টগোলের কারণে এই স্কুলশিক্ষার্থীদের লেখাপড়ায় চরম ব্যাঘাত ঘটছে। ফলে এই হাইস্কুলের ভিতরে হাটবাজার বসার কারণে ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন ও চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্কুলের ক্লাশ চলাকালীন সময়ে লেখাপড়াসহ ছেলেপেলেদের খেলাধুলায় চরম অসুবিধার সৃষ্টি হচ্ছে। শুধু তাই নয়, স্কুল মাঠের মধ্যে হাটবাজারের নোংরা ও ময়লার স্তুপ জমে থাকে। স্তুপগুলোর বর্জ্য হওয়ায় ভীষণ দুর্গন্ধ সৃষ্টি হয়ে পরিবেশ দূষিত হচ্ছে। যার কারণে হাইস্কুলের কোমলমতি শিক্ষার্থীরা যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছে। তাছাড়া হাটবাজার থাকার  কারণে অবসর সময়ে ছেলেপেলেরা খেলাধুলায় অংশ নিতে পারে না। এহেন এরূপ পরিবেশ প্রতিকূলতার কারণে অধিকাংশ শিক্ষার্থীরা স্কুলে যেতে চায় না। কেননা, হাটবাজারে বহু শ্রেণীর পেশাজীবীর লোকজনেরা থাকে। এদের প্রতিবন্ধকতার কারণে অনেক কোমলমতি শিশু শিক্ষার্থীদের ভোগান্তি পড়ার কোনো শেষ নেই।
যারা হাটবাজার বসিয়েছে, তাদেরকে হাইস্কুল হতে সরিয়ে নিয়ে যেতে বলা হলে বাজারের লোকজন তা মানতে অস্বীকার করেছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা এই যে, এইভাবে চলতে থাকলে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার চর্চা করা সম্ভব হবে না। পড়াশোনা বন্ধ হয়ে যেতে পারে বলে স্থানীয় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ তাই মনে করছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করে হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় মুরুব্বীসহ এলাকার নলসোন্দার সাধারণ নাগরিকরা। উল্লেখ্য যে, নলসোন্দা হাইস্কুলের মাঠটি সরকারি সম্পত্তির উপর অবৈধভাবে টিনের ঘর বসিয়েছে। হাটবাজারের লোকজনেরা সরকারি জায়গাটির উপর জবরদখল করে রেখেছে। ফলে একদিকে যেমন কোমলমতি শিশু শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘিœত হচ্ছে, অন্যদিকে মাঠটি বেদখলে থাকায় বহু শিক্ষার্থীরা খেলাধুলা হতে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হচ্ছে। আরো আশঙ্কা করা হচ্ছে, জায়গা নিয়ে  দফায় দফায় সংঘর্ষ হতে পারে। যেকোনো সময় সামান্য বিষয় নিয়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। তাই স্থানীয় নলসোন্দার বাসিন্দারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে প্রয়োজনীয় ও আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।


তাজাখবর২৪.কম,ঢাকা রোবার ১৭ সেপ্টেম্বর ২০১৭ , ২ আশ্বিন ১৪২৪
ফাইল ফটো-

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝