শুক্রবার ২৯ মার্চ ২০২৪

মুন্সীগঞ্জের আইন শৃঙ্খলার চরম অবনতি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জের আইন শৃঙ্খলার চরম অবনতি-ফাইল ফটো-

মুন্সীগঞ্জের আইন শৃঙ্খলার চরম অবনতি-ফাইল ফটো-

শাহ্ আলম,তাজাখবর২৪.কম,মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের আইন শৃঙ্খলার অবনতি হওয়ার ফলে সাধারন মানুষ আতংকের মধ্যে দিনযাপন করছে বলে খবর পাওয়া গেছে। 
সূত্রে জানায়, à¦®à§à¦¨à§à¦¸à§€à¦—ঞ্জ সদর উপজেলার একটি মাজার থেকে দুই নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন - মাজারের খাদেম আমেনা বেগম (৭০) ও তাজেল খাতুন (৫০) নামে এক ভক্ত।
১৩ সেপ্টেম্বর বুধবার ভোরের দিকে ভিটিকান্দি গ্রামের হজরত শাহ সুলায়মান ন্যাংটার মাজারে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে বলে পুলিশের ধারণা। à¦—ত দুই মাসে মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলায় ১০টিরমত হত্যা মাদক ব্যাবসা নৌ পথে চুরি ডাকাতি বেরেই চলছে। এরই মধ্যে মুন্সীগঞ্জ ভিটি শিলমন্দির বারেক পাগলার মাজারে দুই নারি ধর্ষনের পর খুন। টংগিবাড়ি উপজেলার বেতকা ইউনিয়নে সম্প্রতি জমি সংক্রান্ত ব্যাপারে দুইজন খুন হয়। মাত্র কয়েক দিন আগে মুন্সীগঞ্জ শহরে পাচঘরিয়াকান্দি এলাকায় এক প্রবাসি খুন হয়। গত দুই মাস আগে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে উত্তর চরমশুরা গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘরর্ষে ১ জন খুন হয়। তাছাড়া সদর উপজেলার চরাঞ্চালের ৫টি ইউনিয়নে প্রতিটি বাজার এখন ইয়াবার বাজার হিসেবে পরিনিত হয়েছে। মুন্সীগঞ্জ জেলায় স্বাধীনতার পর থেকে কোনো হত্যাকান্ডের বিচার না হওয়া দিন দিন হত্যা কান্ড বেরেই চলেছে। ফলে জেলার আইন সৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এ দিকে মুন্সীগঞ্জ প্রশাসনের পক্ষে থেকে আইন শৃঙ্খলা ভালো উল্লেখ করলেও বাস্তবে তা নয়।এমনটাই জানালেন এলাকার সাধারন জনগণ। মুন্সীগঞ্জ জেলার সাধারন জনগন বর্তমানে ভিতির মধ্যে দিন কাটাচ্ছেন। মুন্সীগঞ্জ জেলার সচেতন নাগরিকরা জানায়, জেলার যতটি মাজার রয়েছে ততটি মাজার প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা উচিৎ। গত রোববার গজারিয়াকান্দি গ্রামে শহরআলী পাগলার মাজার থেকে দুই নারির দুটি মূল্যবান মোবাইল সেট চুরি হয়েছে। যার মূল্য ৫০ হাজার টাকা। কিন্তু মাজার কমিটির পক্ষ থেকে কোনো সহযোগীতা পায়নি বলে জানায় দুই নারি। গত রোববার রিফাত নামের এক যুবককে মুন্সীগঞ্জ শহরের খালইস্ট এলাকা থেকে তুলে নিয়ে মাঠপারার একটি বাড়িতে আটকিয়ে মারধর করে একটি সোানার আংটি নগদ চার হাজার টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নেয়। সার্বিক আইন শৃঙ্খলার বিষয়ে মুন্সীগঞ্জ প্রশাসনের একাধিক কর্মকর্তারা আলাদা আলাদা বক্তব্য দেন তাজাখবর২৪.কম-এর কাছে।
তাজাখবর২৪.কম: ঢাকা বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০১৭, ৩০ ভাদ্র ১৪২৪

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝