শুক্রবার ২৯ মার্চ ২০২৪

জংলি গোটা লটকন ভাগ্য বদলে দিয়েছে নরসিংদীর কৃষকের
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
জংলি গোটা লটকন ভাগ্য বদলে দিয়েছে নরসিংদীর কৃষকের

জংলি গোটা লটকন ভাগ্য বদলে দিয়েছে নরসিংদীর কৃষকের

তাজাখবর২৪.কম,ডেস্ক: ভাগ্য বদল করে দিয়েছে একসময়ের জংলি গোটা এখন সকলের প্রিয়ফল লটকন। এই অবহেলিত ফলটিই নরসিংদী এলাকার অনেকের ভাগ্য বদলে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। ফুল নেই। পাপড়ি নেই। সরাসরি গাছের কান্ড থেকে বের হয় ফল। যার স্থানীয় নাম বুগি। সারাদেশে লটকন নামে পরিচিত। জুন-জুলাই মাসে বাজারে ফলটি পাওয়া যায়। টক আর মিষ্টি স্বাদে ভরপুর এ ফলটি দেশের চাহিদা মিটিয়ে এখন রফতানি হচ্ছে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে। অর্থনৈতিকভাবে লাভজনক হওয়ায় বাণিজ্যিকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে  লটকনের আবাদ। প্রতি বছরই বাড়ছে বাগানের সংখ্যা। নরসিংদীর জেলার উত্তর ও উত্তর-পশ্চিম এলাকার মাটি লাল। ওই এলাকায়ই লটকনের আবাদ বেশি হয়ে থাকে। প্রতিদিন শত শত মণ লটকন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য সরবরাহ করা হয়।
নরসিংদী জেলা কৃষি বিভাগ জানায়, নরসিংদীর শিবপুর, বেলাবো ও রায়পুরা উপজেলার লাল রংয়ের মাটিতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ও খনিজ উপাদান বিদ্যমান, তাই এখানে লটকনের ভাল ফলন হয়। চাষিরা লটকন আবাদে আর্থিকভাবে লাভবান হওয়ায় প্রতিবছরই চেয়ে দ্বিগুণ হারে বাড়ে এর আবাদ। গত বছরে এ জেলায় ৬২৫ হেক্টর জমিতে  লটকনের আবাদ হয়েছিল। এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ১৩৪২ হেক্টর। এ বছর কৃষি বিভাগের মাঠ পর্যায়ের জরিপে লটকনের আবাদ বেড়েছে আরো ৭১৭ হেক্টর।
চাষিরা জানায়, বাড়ির আঙিনা থেকে শুরু করে মাঠের পর মাঠজুড়ে আবাদ হচ্ছে লটকনের। পুষ্টিগুণসমৃদ্ধ ও সুস্বাদু লটকনের চাহিদা বাড়ার পাশাপাশি মিলছে ন্যায্য দামও। ফলে খুশি এলাকার চাষিরা। এ জেলায় সবচে বেশি লটকনের বাগান রয়েছে শিবপুর উপজেলায়। বিভিন্ন পতিত জমিতেই এখন বাণিজ্যিকভাবে চলছে লটকনের আবাদ । অন্যদিকে এর বেচাকেনাকে ঘিরে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল, চৈতন্য ও শিবপুরে গড়ে উঠেছে লটকনের বৃহৎ বাজার।
চাষিরা জানান, একটি পূর্ণবয়স্ক লটকন গাছে ৫ থেকে ১০ মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। শিবপুর উপজেলার চাষি রানা  জানান, লটকনের বৈশিষ্ট্য হচ্ছে গাছের কান্ডে ফলে। কখনও এত বেশি ফল আসে যে গাছের ডাল পর্যন্ত দেখা যায় না।
একই উপজেলার লাখপুর গ্রামের চাষিরা জানান, ফল বিক্রির জন্য ভাবতে হয় না। পাইকাররা বাগান থেকেই লটকন কিনে নেয়। তাছাড়া শিবপুর ও মরজাল বাজারেও প্রতিদিন দেশের বিভিন্ন স্থানের পাইকারি ক্রেতারা আসছেন।
তাজাখবর২৪.কম: ঢাকা বৃহস্পতিবার ১৩ জুলাই ২০১৭, ৩০ আষাঢ় ১৪২৪


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝