বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

দিনাজপুরে বয়লার বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৭
প্রকাশ: রোববার, ২৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
দিনাজপুরে বয়লার বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৭

দিনাজপুরে বয়লার বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৭

তাজাখবর২৪.কম,রংপুর: রাইস মিলে বয়লার বিস্ফোরণে দিনাজপুরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত জন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারী বিভাগের প্রধান মারুফুল ইসলাম জানান, ২৩ এপ্রিল রোববার সকাল ১০টার  চিকিৎসাধীন অবস্থায় শফিকুল ইসলাম (৪৫) ও উদয় চন্দ্রর (২২) মৃত্যু  হয়। এর আগে শনিবার রাতে রঞ্জিত রায়ের (৫০) মৃত্যু হয় বলে জানান তিনি।
শফিকুল ও উদয় যমুনা অটো রাইস মিলের শ্রমিক এবং রঞ্জিত রায় ব্যবস্থাপক ছিলেন। সদর উপজেলার রানীগঞ্জ মোড়ে যমুনা অটো রাইস মিলে বুধবার বেলা ১১টার দিকে বয়লার বিস্ফোরণে নারীসহ ২১ জন শ্রমিক দগ্ধ হন। দগ্ধদের রংপুর ও দিনাজপুরে ভর্তি করা হয়। শুক্রবার পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়।
মারুফুল বলেন, “হাসপাতালে চিকিৎসাধীন ১২ শ্রমিকের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে তিনজনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে। বাকি দুইজনের অবস্থা উন্নতির দিকে।
এদিকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুইজনের শারিরীক অবস্থারও অনেকটা উন্নতি হয়েছে বলে হাসপাতালের পরিচালক সারওয়ার জাহান জানান।
তাজাখবর২৪.কম: ঢাকা রোববার ২৩ এপ্রিল ২০১৭,১০ বৈশাখ ১৪২৪, ২৫ রজব ১৪৩৮


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝