শুক্রবার ২৯ মার্চ ২০২৪

নোয়াখালীর আন্ডারচরে হত্যা মামলায় নিরোপরাধ লোককে ফাঁসানোর অভিযোগ
প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
নোয়াখালীর আন্ডারচরে হত্যা মামলায় নিরোপরাধ লোককে ফাঁসানোর অভিযোগ-ফাইল ফটো-

নোয়াখালীর আন্ডারচরে হত্যা মামলায় নিরোপরাধ লোককে ফাঁসানোর অভিযোগ-ফাইল ফটো-

আবদুল মোতালেব বাবুল,তাজাখবর২৪.কম,নোয়াখালী: নোয়াখালীর সুধারামের আন্ডার চর গ্রামে বৃদ্ধা হত্যা মামলায় নিরপরাধ লোকজনকে জড়িয়ে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে জানা যায় আন্ডারচর গ্রামে বৃদ্ধা মজিনা খাতুন (৫০) গংদের সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে গত ১ এপ্রিল সকালে একদল সন্ত্রাসী বৃদ্ধার বাড়ীতে গিয়ে অর্তকিত হামলা চালালে সংঘষে ঘটনাস্থলে বৃদ্ধা নিহত হন। ঐ হত্যার ঘটনায় সুধারাম থানায় ২০ জনকে আসামী করে মামলা রুজু করা হয়। উক্ত মামলার ১নং আসামী নুর আলম মাঝি সহ আরো ৪/৫ জনকে জড়ানোর অভিযোগ উঠেছে। এলাকাবাসীর জানান, ১নং আসামী নুর আলম মাঝি চট্টগ্রামের সাতকানিয়া, ফেনীর দাগনভূঁইয়া, পার্বত চট্টগ্রামের বিভিন্ন ইটের বাটা শ্রমিকদের সর্দার হিসেবে নিয়োজিত  আছেন। ঘটনার দিন নুর আলম মাঝি সাতকানিয়া ইটের বাটায় ছিলেন। স্থানীয় একটি গোষ্ঠী প্রতি হিংসার বশবর্তী হয়ে তাকে ১নং আসামী করা হয় এবং তার মৎস খামারের মাছ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে নুর আলমের পরিবার বাড়ী ঘর ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছে যে কোন সময় তার বাড়ী ঘরে হামলার আশংকা করছে তার আত্মীয় স্বজন। যারা হত্যার সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি  এবং নুর আলম মাঝি সহ যারা নিরোপরাদ তাদেরকে ঐ মামলা থেকে অব্যহতি দিতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

তাজাখবর২৪.কম: ঢাকা বুধবার ০৫ এপ্রিল ২০১৭, ২২ চৈত্র ১৪২৩

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝