শুক্রবার ২৯ মার্চ ২০২৪

যান্ত্রিক উপকরন তৈরী করে স্বাবলম্বি নকলার রফিক
প্রকাশ: রোববার, ৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
যান্ত্রিক উপকরন তৈরী করে স্বাবলম্বি নকলার রফিক

যান্ত্রিক উপকরন তৈরী করে স্বাবলম্বি নকলার রফিক

শফিউল আলম লাভলু,তাজাখবর২৪.কম,নকলা: নকলা বাজারের যাত্রী ছাউনি সংলগ্ন আদিব ইঞ্জিয়ানিং ওয়ার্কসপ মালিক রফিক মিয়া। তিনি ২ বছর আগে থেকে উপকরন লোহা, প্লেনসীট, রড দিয়ে প্রথমে একটি ট্রিস্টল তৈরী করেন। পরে অন্য লোকের নিকট ১৪শত টাকায় বিক্রি করেন। এ থেকে তার বুদ্ধি হয় আরও বেশী পরিমানে তৈরী করার। এখন দিনে ৪ থেকে ৫টি টিস্টল তৈরী করেন।
প্রত্যেকটি ট্রিস্টল বিক্রি হয় ১২শ থেকে ১২ শত ৫০ টাকায়। এতে তার লাভ হয় ২ থেকে আড়াইশত টাকা। মাসিক আয় ৩০ হাজার টাকা।
কথা প্রসঙ্গে জানান, কেনা-বেচা যাই হোক অনেক কৃষক সেচ কাজে ব্যবহারের জন্য অগ্রীম অর্ডার দিয়ে আমার নিকট থেকে ট্রিস্টল ক্রয় করে নিচ্ছেন এবং এধরনের উপকরন কৃষিকাজে ব্যবহার করার ফলে কৃষিতে উন্নতি ঘটছে এতেই আমার আনন্দ। রফিক এখন স্বচ্ছল এক যুবক । হাসি-খুশি মুখে তিনি বলে একদিকে উপকরন তৈরীতে আনন্দ পাই অন্য দিকে আয় রোজগার হয় বেশ ভাল।

তাজাখবর২৪.কম: ঢাকা রোববার ০৮ জানুয়ারি ২০১৭, ২৫ পৌষ ১৪২৩

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝