শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ওয়াইন যখন ওষুধ!
প্রকাশ: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
মদ্যপানে আসক্তি না থাকাই ভাল-ফাইল ফটো-

মদ্যপানে আসক্তি না থাকাই ভাল-ফাইল ফটো-

তাজাখবর২৪.কম,ডেস্ক: মদ্যপানে আসক্তি না থাকাই ভাল। তবে মাঝেমধ্যে একটু ওয়াইন চেখে দেখলে ক্ষতি নেই। উপকার পাবেন। 
❏ চেহারায় বয়সের ছাপ পড়তে দেয় না ওয়াইন। দক্ষিণ ফ্রান্স ও সার্ডিনিয়ার বাসিন্দাদের বেশিরভাগই প্রতিদিন ওয়াইন পান করেন। গোটা পৃথিবীতে তাঁদের গড় আয়ু সবথেকে বেশি। 
❏ ‌ওয়াইনে প্রোক্যানিডিন উপাদান থাকে। মাপ বুঝে খেলে হৃদরোগের ঝুঁকি কমে। 
❏ রেড হোক বা হোয়াইট, সপ্তাহে ৭–৮ গ্লাস ওয়াইন চলতে পারে। মানসিক চাপ কাটাতে সাহায্য করে। 
❏ ডায়াবেটিসের সমস্যা মিটে যায়। দৃষ্টিশক্তি বাড়ায়। চোখে ছানি পড়ে না। 
❏ ওয়াইনে ‘অ্যান্টিসেপ্টিক’-এর গুণ আছে। তুলোয় ভিজিয়ে কাটা-ছেঁড়া বা সংক্রমণের অংশে লাগাতে পারেন। ক্ষত দ্রুত শুকিয়ে যাবে।
❏ বাড়তি ওজন কমাতে জিমে যান নিশ্চয়ই!‌ ওয়াইন খেয়েও বাড়তি ওজন ঝরাতে পারেন। 
❏ দাঁতে ব্যাক্টেরিয়া সংক্রমণ প্রতিরোধ করে ওয়াইন। দাঁত আরও শক্তিশালী এবং মজবুত হয়। 
❏ মহিলারা ওয়াইন খেলে উপকার পাবেন। স্তন ক্যানসার দূরে রাখে। 
❏ নিয়মিত ওয়াইন পান করলে মস্তিষ্কের জীবনশক্তি বৃদ্ধি পায়। স্মৃতিশক্তি বজায় থাকে।  â€Œâ€Œ

তাজাখবর২৪.কম: ঢাকা মঙ্গলবার ০৮ নভেম্বর ২০১৬, ২৪ কার্তিক ১৪২৩

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝