আপলোড তারিখ : 2023-03-01
আম্বানি-অমিতাভ-ধর্মেন্দ্রর বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি
আম্বানি-অমিতাভ-ধর্মেন্দ্রর বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ছবি: সংগৃহীততাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র এবং ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে অজ্ঞাত এক ব্যক্তি। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) নাগপুর থানায় ফোন করে এই হুমকি দেওয়া হয়।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে জানা যায়, মঙ্গলবার নাগপুর পুলিশ কন্ট্রোল রুমের হটলাইনে একটি কল আসে। কলদাতা দাবি করেন, অমিতাভ, ধর্মেন্দ্র ও আম্বানির বাড়ির বিভিন্ন স্থানে বোমা বসানো হয়েছে। যেকোনো সময় সেগুলো উড়িয়ে দেওয়া হবে। হামলার জন্য ২৫ জনের একটি দল মুম্বাই পৌঁছেছে বলেও দাবি করা হয় ওই ফোনকলে।

এর পরপরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। সঙ্গে সঙ্গে সতর্ক করা হয় মুম্বাই পুলিশকে। বোম্ব স্কোয়াড পাঠানো হয় তিন গুরুত্বপূর্ণ ব্যক্তির বাড়িতে। তবে সব জায়গা তল্লাশি করে কোথাও বোমা বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

পুলিশের ধারণা, এটি প্রতারণামূলক হুমকি ছিল। এ ঘটনায় এফআইআর দায়ের করা হবে। ফোনকল ট্রেসিংয়ের মাধ্যমে জানা গেছে, লকটি মুম্বাইয়ের শিবাজি নগরের পালঘর পাড়ার কাছ থেকে করা হয়েছিল।

অমিতাভের বাড়ি মুম্বাইয়ের জুহুতে অবস্থিত। তার কাছাকাছিই থাকেন ধর্মেন্দ্র। মুকেশ আম্বানির বাড়িও মুম্বাইয়ে।

জানা গেছে, হুমকির পরপরই অমিতাভ, আম্বানি ও ধর্মেন্দ্রর বাড়ির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সন্দেহভাজন কাউকে দেখলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, ধনকুবের মুকেশ আম্বানি ও তার পরিবারের সদস্যদের ভারতের ভেতরে-বাইরে সবখানে জেড-প্লাস নিরাপত্তা দিতে ভারতীয় সুপ্রিম কোর্টের আদেশ রয়েছে। তবে এ সংক্রান্ত সব খরচ আম্বানিকেই বহন করতে হবে বলে নির্দেশ দিয়েছেন আদালত।

তাজাখবর২৪.কম: ঢাকা বুধবার, ০১ মার্চ ২০২৩,১৬ ফাল্গুন ১৪২৯,০৮ শাবান ১৪৪৪



এই বিভাগের আরো সংবাদ

advertisement

 
                              
                             প্রধান উপদেষ্টা: ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট
                                             সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
এই ঠিকানা থেকে সম্পাদক কায়সার হাসান কর্তৃক প্রকাশিত।
কপিরাইটর্স ২০১৩: taazakhobor24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ০১৯১০৭৭৪৫৫৯
ইমু: ০১৯১০৭৭৪৫৫৯ ই-মেইল: [email protected] , [email protected]
facebook: taaza khobor, You tube:Taaza khobor Tv

বুধবার, ০১ মার্চ, 2০২3