শনিবার ২০ এপ্রিল ২০২৪

প্রশ্নপত্র ফাঁস: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবীতে ছাত্র মৈত্রীর মানববন্ধন
প্রকাশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
প্রশ্নপত্র ফাঁস: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবীতে ছাত্র মৈত্রীর মানববন্ধন

প্রশ্নপত্র ফাঁস: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবীতে ছাত্র মৈত্রীর মানববন্ধন

মাসুদ রানা চৌধুরী, তাজাখবর২৪.কম: পরিকল্পিতভাবে ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এবং ব্যর্থ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ছাত্র মৈত্রী।
১৯ ফেব্রুয়ারি সোমবার সকালে মানববন্ধনে শিক্ষাব্যবস্থার বেহালদশার চিত্র তুলে ধরে বক্তাগণ বলেন, বিগত দশ বছরে সরকারের নানামুখী উন্নয়নের গুটিকয়েক সফলতা থাকলেও শিক্ষাব্যবস্থার মেরুদন্ড প্রায় ভঙ্গুরদশায় উপনিত হয়েছে। এই দশ বছরে শিক্ষার্থীদের বানানো হয়েছে গিনিপিগ, চালানো হয়েছে নানামুখী পরীক্ষা। শিক্ষিত জনগোষ্ঠী গঠনের সাংবিধানিক দায়িত্ব পালনে রাষ্ট্র তো ব্যর্থ হয়েছেই, একইসাথে মরার উপর খরার ঘা হিসেবে দফায় দফায় প্রশ্নপত্র ফাঁস পুরো দেশবাসীকে আজ হুমকীর মুখোমুখি দাড় করিয়েছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনা মহামারি রুপ লাভ করলেও শিক্ষামন্ত্রী এখনও পর্যন্ত জড়িতদের আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছে। দশ বছরের ব্যর্থতাকে কাঁধে শিক্ষামন্ত্রী কিভাবে নির্লজ্জের মত শিক্ষামন্ত্রীর পদে বহাল থাকে তা নিয়ে প্রশ্ন তুলে বক্তাগন বলেন, এই মন্ত্রী শিক্ষার্থীদের জন্য কি এমন জাদুর প্রদীপ এনে দিয়েছে যে প্রধানমন্ত্রী এখনও তাকে শিক্ষামন্ত্রনালয়ের দায়িত্ব বহাল রেখেছেন তা জাতি জানতে চায়। মানববন্ধন থেকে অনতিবিলম্বে শিক্ষামন্ত্রী অপসরণ করা, জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা এবং সাধারণ শিক্ষার্থীদের হয়রানি বন্ধের দাবী তুলে নেতৃবৃন্দ। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে সারাদেশ ব্যাপী কঠোর কর্মসূচিতে যাবার সংকল্প গ্রহন করে। মানববন্ধনে সংগঠনের সভাপতি ফারুক আহমেদ রুবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী আব্দুল মোতালেবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি শামিল শাহরোখ তমাল, সহ সভাপতি অতুলন দাস আলো, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান বিবর্তন, দপ্তর সম্পাদক হাসিদুল ইসলাম ইমরান প্রমুখ।
তাজাখবর২৪.কম: ঢাকা সোমবার ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ৭ ফাল্গুন ১৪২৪

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝