বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

নাইজেরিয়ায় জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহত ১২
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
নাইজেরিয়ায় জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহত ১২

নাইজেরিয়ায় জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহত ১২

তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নাইজেরিয়ার মাইদুগুরি শহরে জোড়া আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন।
১৭ জানুয়ারি বুধবার বিকেলে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহরটির মুনা গ্যারেজ এলাকার একটি বাজারে হামলাটি চালানো হয় বলে বোর্নো রাজ্যের রাষ্ট্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার (এসইএমএ) কর্মকর্তারা জানিয়েছেন, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

দুই আত্মঘাতী বোমারু হামলাটি করে। জঙ্গিগোষ্ঠী বোকো হারাম হামলাটি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বোকো হারামের হামলার কারণে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে আসা লোকজন মুনা গ্যারেজ এলাকার শিবিরগুলোতে আশ্রয় নিয়ে আছে। এলাকাটি বোকো হারামের অন্যতম লক্ষ্যস্থলে পরিণত হয়েছে। গোষ্ঠীটির জঙ্গিরা এখানে প্রায়ই প্রাণঘাতী হামলা চালায়।

রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানিয়েছেন, হামলার পর পোড়া রক্তের গন্ধ ছড়িয়ে পড়েছে এবং বাজারটিতে আগুন জ্বলছে।

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কট্টর ইসলামি শরিয়াভিত্তিক শাসন কায়েমের লক্ষ্যে ২০০৯ সাল থেকে লড়াই শুরু করে বোকো হারাম। বোর্নো রাজ্যেই সবচেয়ে বেশি তৎপরতা চালিয়েছে তারা।

সম্প্রতি নাইজেরিয়ার সামরিক বাহিনী বিদ্রোহীদের দমনে অভিযান শুরু করলেও তাতে বোকো হারামের হামলা বন্ধ করা যায়নি। জঙ্গিরা একই সঙ্গে সামরিক ও বেসামরিক উভয় লক্ষ্যে হামলা অব্যাহত রেখেছে।
তাজাখবর২৪.কম: ঢাকা বৃহস্পতিবার ১৮ জানুয়ারি ২০১৮, ৫ মাঘ ১৪২৪
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝