শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ভালুকায় গ্যাসের আগুনে ৬৬ ঘর পুড়ে ছাই
প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
ভালুকায় গ্যাসের আগুনে ৬৬ ঘর পুড়ে ছাই

ভালুকায় গ্যাসের আগুনে ৬৬ ঘর পুড়ে ছাই

মোঃ মমিনুল ইসলাম,তাজাখবর২৪.কম,ভালুকা :  ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামে জয়নাল আবদীনের বাড়িতে গ্যাসের রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়ে ৬৬টি ঘরের প্রায় ২কোটি টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। আগুন নিভাতে গিয়ে বাড়ির মালিকসহ ৩ জন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২.৩০মিনিটের সময় তিতাস গ্যাসের রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়ে পর্যায়ক্রমে অন্য রুম ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের তিন ইউনিট দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৪০টি ঘরে ফ্রিজ,টিভি,খাটসহ বাসার ব্যবহারের প্রয়োজনীয় আসবাবপত্র আগুন পুড়ে ভস্মীভূত হয়ে যায় আরো ২২টি ঘরের আংশিক ক্ষতি সাধিত হয়। স্থানীয় মিল শ্রমিকরা ওই বাড়িতে ভাড়া থাকতো। আগুন নেভাতে গিয়ে বাড়ির মালিক জয়নাল আবদীন(৬০),আব্দুল খালেক(৫০) ও অজ্ঞাত আরও একজন আহত হয়েছেন।
ভালুকা ফায়ার সার্ভিস অফিসের স্টেশন মাস্টার রাকিব আহাম্মেদ জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গ্যাসের রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত স্বাপেক্ষে বলা যাবে।


তাজাখবর২৪.কম: ঢাকা সোমবার ১১ ডিসেম্বর ২০১৭,২৭ অগ্রাহায়ণ ১৪২৪

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝