শুক্রবার ২৯ মার্চ ২০২৪

টাকার অভাবে বিশ^বিদ্যালয়ে ভর্তি হওয়া অনিশ্চিত মেধাবী শিক্ষার্থী রাজু’র
প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
 টাকার অভাবে বিশ^বিদ্যালয়ে ভর্তি হওয়া অনিশ্চিত মেধাবী শিক্ষার্থী রাজু’র

টাকার অভাবে বিশ^বিদ্যালয়ে ভর্তি হওয়া অনিশ্চিত মেধাবী শিক্ষার্থী রাজু’র

মুহাম্মদ আবু হেলাল,তাজাখবর২৪.কম, ঝিনাইগাতী: লোকে বলে, “অর্থই অনর্থের মূল” এ কথা যেমন সত্যি, আবার টাকার অভাবেই অনেক সময় অনেক প্রতিভার অকাল মৃতে্যু ঘটে। জীবনে বেঁচে থাকতে যেমন টাকার দরকার, তেমনি মরনেও। আমাদের এ সভ্য সমাজের অনেক ধনবান লোক আছেন, যাহারা  কাড়ি কাড়ি টাকা খরচ করেও তাদের সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারেন না। আবার এ সমাজেরই অনেক পরিবারের সন্তান আছে, যাহারা অর্থের অভাবে অনাদরে অবহেলায় নিজের প্রতিভাকে বিকশিত করতে জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে লড়াই করে যান, নিজের লক্ষ্যে পৌঁছার জন্যে। এদের কেউ কেউ সফল হয়, আবার অনেকেই জীবন যুদ্ধে হেরে গিয়ে আস্তাকুড়ে ঝড়ে পড়ে। বিশ^বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া সত্তেও ভর্তির অর্থ জোগাড় করতে না পেরে অনিশ্চিত ভবিষ্যতের প্রহর গুনছে রাজু নামের এক মেধাবী শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামে। খোঁজ নিয়ে জানা যায়, হত দরিদ্র পরিবারের সন্তান মেধাবী ছাত্র রাজু। বাবা মজিবুর রহমান ছোট সময়েই মারা যান। বাবার মৃত্যুর পর মাতা খোদেজা বেগম বড় ২মেয়ে  ও  ছেলে রাজুকে  নিয়ে সংসারের হাল ধরেন। অনেক কষ্টে দার দেনা করে ২ মেয়েকে বিয়ে দিলে তারা স্বামীর বাড়ীতে চলে যায়। মা খোদেজা স্বপ্ন দেখেন, ছেলেকে মানুষের মতো মানুষ করার। ছেলে রাজু তার মায়ের স্বপ্ন বাস্তবায়ন করতে সমাজের বিভিন্ন ব্যক্তির সাহায্য ও সহযোগীতা নিয়ে ২০১৫ সালে জড়াকুড়া আশরাফিয়া দাখিল মাদ্রাস থেকে দাখিল ও ২০১৭ সালে শেরপুর সরকারী কলেজ থেকে মেধার সাথে এইচএসসি পাশ করে। রাজু জানায়, এ পর্যন্ত পড়াশুনা করতে গিয়ে ১দিনের জন্যেও সে  প্রাইভেট পড়তে পারেনি। শুধু মাদ্রাসা ও কলেজের শ্রেনী কক্ষের পাঠদানের উপর নির্ভর করে এ পর্যন্ত এসেছে সে। উচ্চ শিক্ষা লাভের জন্য বিভিন্ন বিশ^বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলে ত্রিশালের কবি নজরুল বিশ^বিদ্যালয়ে মানবিক বিভাগে ডি ইউনিটে মেধা তালিকায় (৯তম) স্থান অর্জন করে। কিন্তু তার ভর্তিতে বাধ সাধে ভর্তির জন্য ১৫হাজার ২শত টাকা জোগাড় করতে না পারায়। কর্তৃপক্ষ সময় বেধে দিয়েছেন, ডিসেম্বর/১৭ইং তারিখের মধ্যে ব্যাংক রশিদের মাধ্যমে বিষয় নির্বাচন করে ভর্তি হওয়ার জন্য। এ ঘোষনায় রাজু ও তার বৃদ্ধা মাতা খোদেজা বেগমের উপর যেন আকাশ ভেঙ্গে পড়েছে। ধূলিঃসাৎ হতে চলেছে রাজু’র বিশ^বিদ্যালয়ে পড়ার স্বপ্ন। ভর্তির টাকা জোগার করতে হন্য হয়ে ছোটাছুটি করছে সমাজে বিভিন্ন ব্যক্তির কাছে। জোগাড় করতে পারছেনা ভর্তির এ মোটা অংকের টাকা। শেষ পর্যন্ত টাকার যোগান না পেলে চিরতরে বন্ধ হয়ে যাবে রাজু’র বিশ^বিদ্যালয়ে পড়ার স্বপ্ন। তাই রাজু সমাজের ধনবান ও বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের হাত বাড়িয়েছে বিশ^বিদ্যালয়ে ভর্তির জন্য সমুদয় অর্থের জন্য। সমাজের এমন কেউ কি আছেন, মেধাবী শিক্ষার্থী রাজু ও তার বৃদ্ধা মাতা খোদেজা বেগমের স্বপ্ন পূরণের আলোক ভর্তিকা হতে। আপনাদের দেয়া আর্থিক সাহায্যই হতে পারে দরিদ্র পরিবারের সন্তান রাজুর বিশ^দিব্যালয়ে পড়ার। প্রয়োজনে যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে- (রাজু) ০১৯৮২-০৫৩৫৫৩।

তাজাখবর২৪.কম: ঢাকা সোমবার ১১ ডিসেম্বর ২০১৭,২৭ অগ্রাহায়ণ ১৪২৪

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝