শুক্রবার ২৯ মার্চ ২০২৪

লক্ষ্মীরে ধান কাটলেন এমপি,মাড়াই করলেন ডিসি
প্রকাশ: বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
লক্ষ্মীরে ধান কাটলেন এমপি,মাড়াই করলেন ডিসি

লক্ষ্মীরে ধান কাটলেন এমপি,মাড়াই করলেন ডিসি

আতোয়ার রহমান মনির,তাজাখবর২৪.কম,লক্ষ্মীপুর: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীরে অনুষ্ঠিত হয়েছে নবান্ন উৎসব। জেলা প্রশাসনের আয়োজনে সকালে আদর্শ সামাদ উচ্চবিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ১৫ নভেম্বর বুধবার র‌্যালীতে ঢাক ঢোল, কাঁকের কলসি আর লাঙ্গল হাতে নিয়ে গ্রামবাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তুলেছে কৃষক-কৃষানী ও গ্রামের বধুরা। পরে কালেক্টরেট বিদ্যালয় মাঠে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এর আগে জেলার রামগতিতে ধান কেটে নবান্ন উৎসবের উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন। অপরদিকে এর আগে লক্ষ্মীরে ধানের মাঠে ধান মাড়াই দিয়ে নবান্ন উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোমায়রা বেগম।
লক্ষ্মীরে ধান কাটলেন এমপি,মাড়াই করলেন ডিসি-2

লক্ষ্মীরে ধান কাটলেন এমপি,মাড়াই করলেন ডিসি-2

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান, পরিষদের নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মোঃ গোলাম মোস্তফা, স্থানীয় সরকারের উপ-পরিচালক মীর শহওকত হোসেন, সিভিল সার্জন ডাঃ গোলাম মোস্তফা খালেদ, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মুশিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. শফি উদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্যাহ মামুন প্রমুখ। এছাড়া নতুন ধানের চালের বিভিন্ন ধরণের পিঠাফুলীর পসরা সাজিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অর্ধ শত স্টলনিয়ে বসেছেন। তাদের স্টলগুলো আলোচনা শেষে  ঘুরে দেখেন জেলা প্রশাসনের কর্মকর্তাসহ অতিথিরা।

তাজাখবর২৪.কম: ঢাকা বুধবার ১৫ নভেম্বর ২০১৭, ০১ অগ্রাহণ ১৪২৪

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝