শনিবার ২০ এপ্রিল ২০২৪

কেন্দুয়ায় স্কুলের ছাদে ফলের বাগান করে প্রশংসীত প্রধান শিক্ষক
প্রকাশ: সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
কেন্দুয়ায় স্কুলের ছাদে ফলের বাগান করে প্রশংসীত প্রধান শিক্ষক

কেন্দুয়ায় স্কুলের ছাদে ফলের বাগান করে প্রশংসীত প্রধান শিক্ষক

রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া: নেত্রকোণার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের চিরাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে ফল ও ফুলের বাগান করে ব্যাপক প্রশংসীত হয়েছেন প্রধান শিক্ষক মুখছুমুল হাকিম (মনু মাষ্টার)। তার লাগানো বিভিন্ন গাছে ফুল ফোটে স্কুল আঙ্গিনায় সৌরভ ছড়ানোর পাশাপাশি শুভাবর্ধন করে চলেছে এ বাগানটি। এতে কোমলমতি শিক্ষার্থী ছাড়াও শিক্ষক-অভিভাবকরাও আনন্দিত। তাছাড়া ফলজ গাছগুলোর মধ্যে জাম্বুরা, আম, পেঁপে, কমলা, পেয়ারা এবং মাল্টা (অপরিপক্ক) গাছে ঝুলে রয়েছে। যা দর্শনার্থীদের আকৃষ্ট করছে। বৃহস্পতিবার সরজমিনে দেখতে গেলে স্কুল ছাদে বাগানের প্রতিষ্ঠাতা চিরাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখছুমুল হাকিম এ প্রতিবেদককে জানান, শিশুরা ফুলের মত পবিত্র, তারা ফুলকে খুব পছন্দ করে। সে চিন্তা থেকে শিক্ষার্থীদের আনন্দ দিতে এবং ফুলের মত নির্মল চরিত্র গঠনের লক্ষ্যে স্কুলটি দ্বি-তল ভবনের ছাদে ফুল ও ফলের বাগান শুরু করি। অনেকগুলো গাছেই ফুল ফুটেছে এবং ফল ধরেছে। এর মধ্যে জাম্বুরা ফল শেষ হয়ে গেছে। এখনও কয়েকটি গাছে আম, পেয়ারা, কমলা পেঁপে এবং মাল্টা ফল ধরে রয়েছে। তিনি আরোও জানান, ভবনটির ৩০ফুট/৫০ফুট পরিত্যক্ত ছাদে এক বছর পূর্বে রিংচাক, ড্রাম বসিয়ে তাতে মাটি, সার, গাছের খাদ্য ও মেডিসিন দিয়ে গাছগুলো রোপন করি। প্রতিদিন পরম মমতায় যতœ-আত্মি করে বাগানটি গড়ে তুলেছি। তিনি আর বলেন, যে সমস্ত বিদ্যালয়ে অবগকাঠামোগত সুবিধা রয়েছে সেসব বিদ্যালয়ের শিক্ষকগন আগ্রহী হলে তারাও এমন বাগান গড়ে তুলতে পারবেন। আমি চাই আমার দেখাদেখি অন্যরাও আগ্রহী হন। এ ব্যাপারে কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক বলেন, এটি একটি প্রশসংনীয় কাজ। আমি বাগানটি পরিদর্শন করেছি। এ উদ্যোগ বৃক্ষ রোপনে বাচ্চাদের উৎসাহিত করবে। তাছাড়া পরিবেশ ভাল হবে। শিশুরাও ছোট বেলা হতে বৃক্ষ প্রেমি হয়ে উঠতে পারবে। আমি প্রধান শিক্ষক মুখছুমুল হাকিমকে ধন্যবাদ জানাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ বলেন, এটি একটি নিঃন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এজন্য উক্ত প্রধান শিক্ষককে সাধুবাদ জানাই। পাশাপাশি সকল বিদ্যালয়ের ছাদ বা আঙ্গিনায় এমন বাগান গড়ে তুলতে প্রতিষ্ঠানকে সহায়তা করবো।  

তাজাখবর২৪.কম: ঢাকা সোমবার ১৬ অক্টোবর ২০১৭, ০১ কার্তিক ১৪২৪

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝