শনিবার ২০ এপ্রিল ২০২৪

সার্চ কমিটিতে মানুষ যাতে আস্থা পায়: বিএনপি
প্রকাশ: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
সার্চ কমিটিতে মানুষ যাতে আস্থা পায়: বিএনপি

সার্চ কমিটিতে মানুষ যাতে আস্থা পায়: বিএনপি

তাজাখবর২৪.কম : নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছ থেকে ‘জনগণ আস্থা রাখতে পারে, এমন একটি সার্চ কমিটি চায় বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ শুক্রবার এক আলোচনা সভায় বিএনপির এই প্রত্যাশার কথা তুলে ধরেন। তিনি বলেন, আমরা আশা করি, রাষ্ট্রপতি একটা ফলোপ্রসূ সমাধান দেবেন, যাতে আমরা সকলেই সন্তুষ্ট হই। এমন একটা বাছাই কমিটি যেন হয়, তারপরে এমন একটা কমিশন যাতে হয়, যেখানে দেশের মানুষের আস্থা আসে। আমাদের যাতে মনে যে, এই কমিশনের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব।
কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। সংবিধান অনুযায়ী নতুন কমিশন গঠন করতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ইতোমধ‌্যে ৩১টি দলের সঙ্গে আলোচনা শেষ করেছেন। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বেশিরভাগ দল সংবিধান অনুযায়ী আইন প্রণয়নের দাবি জানিয়েছে, তা না হওয়া পর্যন্ত সার্চ কমিটির পক্ষেই মত দিয়েছে অধিকাংশ দল। বিএনপির সঙ্গে আলোচনার মধ‌্য দিয়েই গত ১৮ ডিসেম্বর বঙ্গভবনে এ সংলাপ শুরু হয়। সার্চ কমিটি গঠন ও ইসি নিয়োগের বিষয়ে ১৩ দফা প্রস্তাব দেয় দলটি।
সে প্রসঙ্গ টেনে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরামের আলোচনা সভায় মওদুদ বলেন, “আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সংলাপ ও সমঝোতার পথ আমরা দিয়েছি। এই পথে যদি সমাধান না হয়, তাহলে গণআন্দোলন ছাড়া বিকল্প থাকবে না।”
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ফোরাম এই আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সহ-প্রচার সম্পাদক আসাদুল করীম শাহিন, নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমীন, জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদা বক্তব্য দেন।

তাজাখবর২৪.কম : ঢাকা শুক্রবার ২০ জানুয়ারি ২০১৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝